Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা


৩০ সেপ্টেম্বর ২০২০ ০৯:০৯

ঢাকা: রাজধানীর রামপুরা পূর্ব হাজীপাড়ায় গলায় ফাঁস দিয়ে নাজমুল সাকিব আকাশ (২৪) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকাশ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালখাল গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। পরিবারেরর সাথে সে পূর্ হাজীপাড়া এলাকায় ভাড়া থাকতো।

আকাশের চাচাতো ভাই সাইফুল ইসলাম জানান, সিদ্ধেশ্বরী কলেজের অনার্স ৩য় বর্ষে পড়তো আকাশ। বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসায় ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে বাসার লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে খিদমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিন্তু কী কারণে আকাশ গলায় ফাঁস দিয়েছে তা বলতে পারেনি আকাশের স্বজনরা।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আত্মহত্যা কলেজছাত্র ফাঁস

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর