প্রধানমন্ত্রীর জন্মদিনে রূপগঞ্জের ২শ পরিবারে খাদ্য বিতরণ
২৯ সেপ্টেম্বর ২০২০ ১৯:০৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০২:১৮
নারায়ণগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জম্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুঃস্থ ও হতদরিদ্র দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার অর্থায়নে উপজেলার চনপাড়া শেখ রাসেলনগর এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, চনপাড়া মহিলা লীগের সভাপতি নাজমা খান, যুব মহিলা লীগের সভাপতি রুমা রহমান ও সাধারণ সম্পাক শাকিলা আক্তার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বর্ণালী আক্তারসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।
৭৪তম জন্মদিন খাদ্য বিতরণ গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক গাজী গোলাম মর্তুজা পাপ্পা জন্মদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা