Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর আদর্শের চর্চা জীবনবোধের জন্য অপরিহার্য: আইজিপি


২৯ সেপ্টেম্বর ২০২০ ২১:৩২ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০২:২১

ঢাকা: শুধু কথায় নয়, যাপিত জীবনের প্রতিটি ক্ষণে বঙ্গবন্ধুর আদর্শের চর্চা জীবনবোধের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শুধু স্বাধীনতাই এনে দেননি, শুধু একখণ্ড ভূখণ্ডই এনে দেননি, এনে দিয়েছেন সত্যিকার অর্থেই জাতিসত্তার মানচিত্র। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মূল্যবোধ ও জীবনমানের পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও পূর্ণাঙ্গ জীবনবোধের উন্মেষ ঘটিয়েছিলেন বঙ্গবন্ধু। সে কারণেই বঙ্গবন্ধুকে নিয়ে লেখাপড়া এবং পরিচর্যা করা আমাদের সকলের জন্যই, এই বাঙালি জাতির প্রতিটি নাগরিকের জন্যই পরম সৌভাগ্যের বিষয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পুলিশ সদস্যদের মধ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরের সদস্যদের জন্য তিনটি গ্রুপে রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘জাতির পিতার রক্তঋণ ও আধুনিক বাংলাদেশ পুলিশ’, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা’ এবং ‘আমার দৃষ্টিতে বঙ্গবন্ধু’।

ক গ্রুপে প্রথম স্থান অধিকার করেন সহকারী পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ, দ্বিতীয় স্থান অধিকার করেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, তৃতীয় স্থান অধিকার করেন অতিরিক্ত পুলিশ সুপার নিহাত আদনান তাইয়ান। খ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন এসআই নয়ন মিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেন এসআই প্রদীপ মিত্র ও তৃতীয় স্থান অধিকার করেন পিএসআই সিতাংশু কুমার দাস। গ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন কনস্টেবল তাহমিনা আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করেন কনস্টেবল রুকনুজ্জামান ও তৃতীয় স্থান অধিকার করেন কনস্টেবল মনিশা আক্তার।

বিজ্ঞাপন

বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের এরকম আয়োজনে অংশ নিতে পারাকে সৌভাগ্যের বিষয় বলে অনুষ্ঠানে অভিহিত করেন আইজিপি। তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। তিনি বলেন, প্রতিবছর যেন এরকম আয়োজন আমরা করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিযোগিতার বিজয়ীদের ছাড়াও ভালো মানের লেখা নিয়ে প্রতিবছর বিশেষ সংকলন প্রকাশ করার নির্দেশনা দেন তিনি।

বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা কমিটির সভাপতি এবং ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ডিআইজি ছাড়াও বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি ড. বেনজীর আহমেদ পুরস্কার বিতরণী বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর আদর্শের চর্চা রচনা প্রতিযোগিতা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর