কলমাকান্দায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২০ ০০:৪৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০১:৫২
নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। সম্পর্কে তারা পরস্পরের খালাতো ভাই।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নে গুত মন্ডল গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে মাহফুজ (৫) উপজেলার পোগলা ইউনিয়নের গুতমন্ডল গ্রামের দুলাল মিয়ার ছেলে, আর শান্ত (৬) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের রৌহা আলমপুর গ্রামের শাহ আলমের ছেলে। শান্ত গুতমন্ডল গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে দুই ভাই সকলের অগোচরে বাড়ির পারে ডোবাতে পড়ে যায়। পরে ডোবা থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আমজাদ হোসেন দু’জনকেই মৃত ঘোষণা করেন।