Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড


২৯ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৮ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ২০:৪৬

রংপুর: যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারার অপরাধে স্বামী মোশাররফ হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় সহযোগিতা করার অপরাধে ওই গৃহবধূর দাদাশ্বশুর হবিবর রহমান যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডি হয়েছেন। তাদের দু’জনকেই এক লাখ টাকা জরিমানার আদেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক যাবিদ হোসেন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোশাররফ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিজ্ঞাপন

মামলার এজাহারে সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৫ অক্টোবর রংপুর নগরীর মন্থনা এলাকায় স্বামী মোশারফ হোসেন যৌতুকের টাকা চেয়ে না পাওয়ায় রাত সাড়ে ৮টার দিকে স্ত্রী মর্জিনা খাতুনের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ওই সময় তার দাদাশ্বশুর হবিবর রহমান মর্জিনাকে ধরে রাখেন। মর্জিনার আর্তচিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর মারা যান মর্জিনা। চিকিৎসা চলাকালেই তিনি স্বামী ও দাদাশ্বশুরের বিরুদ্ধে জবানবন্দি দিয়ে যান।

এ ঘটনায় নিহত মর্জিনা খাতুনের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে স্বামী মোশাররফ হোসেনকে মৃত্যুদণ্ড ও সহযোগী হবিবর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন আদালত।

১ লাখ টাকা জরিমানা আগুনে পুড়িয়ে হত্যা দাদাশ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড স্ত্রীকে পুড়িয়ে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর