চট্টগ্রামে নৃশংস খুনের শিকার ব্যক্তির লাশ খাল থেকে উদ্ধার
২৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৭ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৯:১০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় খালে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাকে গলা কেটে ও বুকে-পেটে ছুরিকাঘাত করে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দুইধ্যাখোলা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার।
নিহত ফকির আহমদ (৩৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দিঘীরপাড়া গ্রামের মো. এজাহারের ছেলে।
ওসি বাবুল আক্তার সারাবাংলাকে বলেন, ‘ফকির আহমদকে গলা কেটে এবং বুকে-পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ধারণা করছি, রাতের কোনো একসময় তাকে খুন করে লাশ ফটিকছড়ি ও খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সীমান্তবর্তী খালে ফেলে গেছে দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা দেখে আমাদের খবর দেন। ওই এলাকায় তার একটি পৈতৃক কৃষিখামার আছে। ফকির সেটা দেখাশোনা করতেন। আগে থেকে কোনো শত্রুতার জেরে সম্ভবত তাকে খুন করা হয়েছে।’
নিহত ফকির আহমদের ৮ বছর ও ৫ বছর বয়সী দুই মেয়ে আছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।