Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিমাপে কারচুপি: ২ পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা


২৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৪

ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে দুই পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর এলিফ্যান্ট রোড ও রমনা এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। এক বিজ্ঞপ্তিতে বিএসটিআই এ তথ্য জানিয়েছে।

বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত এলিফ্যান্ট রোড এলাকার মেসার্স রহমান অ্যান্ড কোম্পানি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে দেখতে পায়, জ্বালানি তেল পরিমাপে দুটি ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০লিটারে অকটেন ১২০ মিলি ও ডিজেল ১০০ মিলি লিটার কম দিচ্ছে। আর রমনা এলাকার মেসার্স রমনা পেট্রোল পাম্প তিনটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০লিটারে যথাক্রমে ৮০, ৭০ ও ৫০ মিলি লিটার করে কম দিচ্ছে। পরিমাপে কম দেওয়ায় পেট্রোল পাম্প দুটিকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করেন।

বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালতে আরও অংশ নেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মো. নাজমুস সায়াদত।

কারচুপি জরিমানা পেট্রোল পাম্প বিএসটিআই

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর