Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কে একদিনে গেল ৩ প্রাণ


২৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৩ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪২

ভোলা: ভোলার দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় পৃথক তিন সড়ক দুর্ঘটনায় এক দিনে শিশুসহ তিন জন নিহত হয়েছেন। ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কে সংঘটিত এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের দিকে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন— দৌলতখান উপজেলার মধ্য জয় নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কবির হোসেন (৬৫), একই উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লামিয়া (৮) ও চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামের দিদারুল্লাহ (৪০)।

বিজ্ঞাপন

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, মঙ্গলবার সকালের দিকে দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকায় ভোলা-চরফ্যাশন সড়কে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় কবির হোসেন নামের এক পথচারী নিহত হন। অন্যদিকে সকালে একই উপজেলার সৈয়দপুর এলাকায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার চাপায় লামিয়া (৮) নামের এক শিশু মারা যায়।

এদিকে, চরফ্যাশন থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, দুপুরের দিকে ভোলার চরফ্যাশন উপজেলার কাইমুদ্দিন মোড় এলাকায় ভোলা-চরফ্যাশন সড়কে তেলের ট্যাংকার ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দিদারুল্লাহ নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টপ নিউজ ট্যাংকার-অটোরিকশা সংঘর্ষ নিহত ৩ বাসচাপায় পথচারীর মৃত্যু ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়ক সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর