Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের ঘটনা তদন্তের নির্দেশ


২৯ সেপ্টেম্বর ২০২০ ১৬:৩৫

ঢাকা: সিলেটে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেটের বিচারককে প্রধান করে সঙ্গে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমিটি করে দিয়েছেন আদালত।

একই সঙ্গে সিলেটের এমসি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া সিলেটের পুলিশ কমিশনারকে তদন্তকালের কমিটির সদস্যদের নিরাপত্তা ও সহযোগিতা করতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মেসবাহ উদ্দিন, অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ চৌধুরী।

পরে আইনজীবী মেসবাহ উদ্দিন বলেন, ‘গত ২৫ সেপ্টেম্ব সিলেটের এমসি কলেজে একগৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলো গত রোববার আমরা আদালতের নজরে আনি। বিষয়টি আজকে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।’

এমসি কলেজ গৃহবধূ ধর্ষণৎ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর