Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালে স্বেচ্ছাসেবক লীগ তাদের দায়িত্ব পালন করেছে: কাদের


২৯ সেপ্টেম্বর ২০২০ ১৬:২২

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনাকালে স্বেচ্ছাসেবক লীগ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছে। আজকে তারা আবারও প্রমাণ করলেন, নেত্রীর চাওয়াটাই তারা পূরণ করলেন।’

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও পোষাক বিতরণ কর্মসূচির অনষ্ঠানে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি জানি, স্বেচ্ছাসেবক লীগের বড় একটি আয়োজন করার ইচ্ছা ছিল এবং তারা আমাকেও আমন্ত্রণ করেছিলেন। কিন্তু যেহেতু আমাদের নেত্রী এ ব্যাপারে অনিচ্ছুক, তিনি আনুষ্ঠানিকভাবে জাঁকজমকপূর্ণভাবে তার জন্মদিবস পালনের বিরুদ্ধে, সে কারণে তিনি বলেছেন দোয়া মাহফিল এবং এই যে স্বেচ্ছাসেবক লীগ কর্মসূচিটা বেছে নিয়েছেন এটাই আসলে আমাদের নেত্রীর চাওয়া।’

এজন্য সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

কাদের বলেন, ‘করোনাকালে স্বেচ্ছাসেবক লীগ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছে। তারা এত বেশি ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করেছেন। জনগণের পাশে দাঁড়াতে গিয়ে, কৃষকের ধান কাটতে গিয়ে এবং ভাসমান মানুষকে সাহায্য করতে গিয়ে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকও করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরও তারা কিন্তু তাদের প্রোগ্রাম থেকে এতটুকু সরে দাঁড়াননি। আজকে তারা আবারও প্রমাণ করলেন তারা নেত্রীর চাওয়াটাই পূরণ করলেন বাস্তবে। তিনিও চেয়েছেন এভাবে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, শিশুদের মধ্যে পোশাক বিতরণ; এ ধরনের অনুষ্ঠান সূচি আয়োজন করা।’ এছাড়া যথাযথভাবেই স্বেচ্ছাসেবক লীগ এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেজন্য ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আপনাদের নবগঠিত কমিটি আপনারা অনেক আগেই জমা দিয়েছেন। আমার মনে হয়, তেমন অসুবিধা নেই। আমি খুব শিগগিরই নেত্রীর সঙ্গে আলাপ করে আপনাদের কমিটি, যাতে আপনাদের মধ্যে কর্মের যে একটা উদ্দীপনা চাঞ্চল্য সেটাকে অব্যাহত রাখার জন্য কমিটি গঠনটা জরুরি এবং কমিটি ঘোষণার ব্যাপারটি আমি দেখছি।’

বঙ্গবন্ধু অ্যাভিনিউ প্রান্তে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণসহ সংগঠনের সাবেক নেতারা।

কাদের জন্মদিন শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর