Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণ-কিশোরদের সাইবার আপরাধে না জড়ানোর আহ্বান কাদেরের


২৯ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৪ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৩

ফাইল ছবি

ঢাকা: তরুণ-কিশোরদের কোনো অবস্থাতেই সাইবার অপরাধে না জড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তোমাদের বিশ্বমানের ক্যারিয়ার গড়ে তুলতে হবে। শেখ হাসিনার সরকার সে সুযোগ তৈরির প্রয়াস অব্যাহত রেখেছে। আমি তোমাদের বলব, কোনো কারণেই সাইবার অপরাধের সঙ্গে জড়াবে না।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

বিজ্ঞাপন

সময়ের কষ্টিপাথরে পরীক্ষিত এক দূরদর্শী ও মানবিক নেতৃত্বের নাম শেখ হাসিনা উল্লেখ করে তার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর পরিবার মেধা, সাহস ও সততার প্রতীক। সরকার প্রধান হয়েও অতিসাধারণ জীবন যাপন শেখ হাসিনা করে তুলেছে অসাধারণ একজন। তিনি তার সন্তানদের গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে দেননি। সরকার প্রধানের সন্তান বলে কোনো প্রশ্রয় পাননি। সৃষ্টি করেনি হাওয়া ভবন।’

ওবায়দুল কাদের বলেন, ‘আজ একদিকে উন্নয়ন ও সমৃদ্ধির মাধ্যমে এগিয়ে যাওয়া স্বপ্ন, অপরদিকে সাম্প্রদায়িকতায় ভর করে দেশকে পিছিয়ে নেয়ার অপচেষ্টা। একদিকে বিজ্ঞানমনষ্ক নুতন প্রজন্ম তৈরির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ, অন্যদিকে নেতিবাচকতা, মিথ্যাচার আর পশ্চাৎপদতার সংস্কৃতি। এদেশে তরুণদের মেধা-যোগ্যতা বিশ্বমানের। তারা প্রতিযোগিতা করে নিজেদের অবস্থান করে নিয়েছে। এ বাস্তবতায় তরুণদের বলব, তোমাদের বিশ্বমানের ক্যারিয়ার গড়ে তুলতে হবে। শেখ হাসিনার সরকার সে সুযোগ তৈরির প্রয়াস অব্যাহত রেখেছে। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মানসিক শক্তি ও পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি তোমাদের বলব, কোনো কারণেই সাইবার অপরাধের সঙ্গে জড়াবে না। কোনো কারণেই কোনো অবস্থাতেই তোমরা মাদক নেবে না। মাদককে ঘৃণা করতে হবে। আকাশ সংস্কৃতির নেতিবাচক দিক পরিহার করে নিজেদের সুরক্ষা নিজেদের নিতে হবে।’

বিএনপি রাজনৈতিক ইস্যু না পেয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে মাঠ গরমের ব্যর্থ চেষ্টা করে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশ দুঃসময় পার করছে না, দুঃসময় পার করছে বিএনপি। বিএনপি সাম্প্রদায়িক চেতনা লালন করে। করোনা সংকটে সারা দুনিয়ায় কেউই রাজনীতি করছে না। অথচ বাংলাদেশের একটি দল সুপরিকল্পিতভাবে করোনা থেকে রাজনৈতিক ইস্যু খুঁজে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, সদস্য সচিব কে এম শহিদুল্লাহ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আওয়ামী লীগ ওবায়দুল কাদের জন্মদিন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ শেখ হাসিনা সাধারণ সম্পাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর