এমসি কলেজ গণধর্ষণ: রনি-রাজন-আইনুল ৫ দিনের রিমান্ডে
২৯ সেপ্টেম্বর ২০২০ ১৪:২৫ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৬:৫৮
ঢাকা: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় আসামি শাহ রনি, রাজন ও আইনুলকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে। এ সময় আদালতে তাদের ৭ দিনের রিমান্ড চাইলে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানে প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজও সিলেটের আইনজীবীরা আদালতে আসামিদের পক্ষে দাঁড়াননি।
সিলেট কোর্টের এপিপি অ্যাডভোকেট খোকন কুমার দত্ত বলেন, ‘আমরা চাই যেন এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তাদের এমন শাস্তি হোক যাতে বাংলাদেশের ইতিহাসে ধর্ষণের সর্ব্বোচ শাস্তি হিসেসে চিহ্নিত হয়। যাতে অন্য অপরাধীরা এই ঘটনা থেকে শিক্ষা নেয়।’
এমসি কলেজে গণধর্ষণ: মামলার ৬নং আসামি মাহফুজ গ্রেফতার
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজ ক্যাম্পাসে স্ত্রীকে নিয়ে বেড়াতে যায় তার স্বামী। রাত ৯টার দিকে ছাত্রলীগের কয়েকজন কর্মী স্বামীকে মারধর করে স্ত্রীকে ছিনিয়ে ছাত্রাবাসে চলে যায়। পরে স্বামী পিছু পিছু গেলে তাকে বেঁধে রেখে স্ত্রীকে ৫-৬ জন গণধর্ষণ করে। ওই গৃহবধূ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ভিকটিমের পরিবার জানিয়েছে, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এই ঘটনায় সম্পৃক্ত। এরইমধ্যে ছয়জনকে আসামি করে থানায় মামলা করা হয়।