Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ নেতার জন্মদিনে বিরোধী দলীয় নেতার শুভেচ্ছা


২৮ সেপ্টেম্বর ২০২০ ১৯:৪৩ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৯

ঢাকা: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার ৭৪তম জন্মদিবসে (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিরোধী দলীয় নেতা এই শুভেচ্ছা বার্তা পাঠান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মেধা-মনন, কঠোর পরিশ্রম, সাহস, ধৈর্য, দেশপ্রেম ও ত্যাগের আদর্শে গড়ে উঠেছে প্রধানমন্ত্রীর আকর্ষণীয় ব্যক্তিত্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি, দেশপ্রেম ও বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে।

বিজ্ঞাপন

বিরোধী দলীয় নেতা আরও বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন প্রধানমন্ত্রী। দেশ ও জাতির ভরসাস্থল তিনি।

প্রধানমন্ত্রীর সুস্থ, কর্মক্ষম ও দীর্ঘজীবনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন রওশন এরশাদ।

জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলী নেতা রওশন এরশাদ সংসদ নেতা শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর