Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে পরামর্শ চাইলে সহযোগিতা করা হবে’


২৮ সেপ্টেম্বর ২০২০ ২১:০৩

খন্দকার আনোয়ারুল ইসলাম, ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাস মহামারিতে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, এরপরেও এ বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ প্রয়োজন হলে তাও করা হবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা বলে দিয়েছি যেকোনো সিদ্ধান্তের জন্য রেসপেক্টিভ সেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় তাদের নিজ বিবেচনায় ব্যবস্থা নেবে।’

বিজ্ঞাপন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বলে আসছে যে, এ বিষয়ে উচ্চ পর্যায়ের নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আমরা কনভে করে দিয়েছি। এরপরেও যদি প্রধানমন্ত্রীর কোনো পরামর্শের দরকার হয় বা কেবিনেটের কোনো রুলিং প্রয়োজন হয় তাহলে সেভাবে বিবেচনা করা হবে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নেবে।’

এদিকে করোনাভাইরাসের সংক্রমণের হার কাঙ্ক্ষিত মাত্রায় নেমে আসেনি। ফলে ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান ফের খোলা হবে নাকি ছুটি বাড়ানো হবে, সেসব বিষয় পরিষ্কার করতে ৩০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সবধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও।

খোলার সিদ্ধান্ত পরামর্শ মন্ত্রিপরিষদ সচিব শিক্ষাপ্রতিষ্ঠান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর