Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আ.লীগের দোয়া মাহফিল


২৮ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪২ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৫

ঢাকা: দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের শুরুতে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠান পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

বিজ্ঞাপন

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।

দোয়া মাহফিলের আগে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘অমানিশার আঁধারে পথ দেখানোর বাতিঘর দেশরত্ন শেখ হাসিনা। সরকারপ্রধান হয়ে অতি সাধারণ জীবন যাপন তাকে করে তুলেছে অসাধারণ। প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা আজকের এই দিনে আপনাকে আমরা জানাই সশ্রদ্ধ সালাম এবং জন্মদিনের শুভেচ্ছা।’

দলীয় ভাবে কৃষিবিদ ইনস্টিটিউটে আমরা আলোচনা সভা করতে চেয়েছিলাম উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “চেয়েছিলাম দিবসটিকে উৎসমুখর করতে। আপনি রাজি হননি, আপনার উদারতার মাঝে আমরা মহত্ত্ব খুঁজে নিয়েছি। কৃষিবিদ থেকে আমরা চলে এসেছি পার্টি অফিসে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘কোনো আনুষ্ঠানিকতার দরকার নেই। আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলে খুশি হব’।”

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আপনার (শেখ হাসিনা) প্রতিটি কর্ম, সিদ্ধান্ত আমাদের দলের নেতাকর্মী অনুসরণীয়-অনুকরণীয় বার্তা। বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এ দিনে আপানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে। আপনিই এ দেশের এগিয়ে যাওয়ার অফুরন্ত প্রেরণা।’

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, আবদুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসন, বিএম মোজাম্মেল হক, এস এম কামাল, শফিউল আলম চৌধুরী নাদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আ খ ম জাহাঙ্গীর, মোস্তফা জালাল মহিউদ্দিন, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজিসহ সহযোগী সংগঠনের নেতারা।

আওয়ামী লীগ সভাপতি দোয়া মাহফিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর