ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পরে ৩ শ্রমিক নিহত
২৮ সেপ্টেম্বর ২০২০ ১৫:০৩
ঢাকা: ধানমন্ডিতে ৩২ নম্বরের পেছনে আহসানিয়া মিশনের পাশের একটি বহুতল নির্মাণাধীন ভবন থেকে পরে ৩ শ্রমিক নিহত হয়েছে। নিহতদের একজনের নাম শরিফ, বাকি দু’জনের নাম ঠিকানা জানতে পারেনি পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এই ঘটনাটি ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মো. ইকরাম জানান, ধানমন্ডি ৩২ নম্বরে আহসানিয়া মিশনের ভবনের পাশে একটি ব্যক্তি মালিকানাধীন বহুতল নির্মাণাধীন ভবনের কাজ করছিলেন শ্রমিকদের একটি দল। এসময় ৩ শ্রমিক নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শরিফ নামে এক শ্রমিক মারা যান। আর দুই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে ওই নির্মাণাধীন ভবন এর ১০ তলায় তারা নির্মাণ কাজে করছিল তখনই এই দুর্ঘটনাটি ঘটে।