Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ বারের মতো বাসায় ফিরলেন অ্যাটর্নি জেনারেল


২৮ সেপ্টেম্বর ২০২০ ১৩:০১

ঢাকা: বিচার বিভাগের ইতিহাসে দীর্ঘ সময় ধরে অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্বপালন করা সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মরদেহ তার সরকারি বাসভবনে এসে পৌঁছায়। এ সময় শোকাবহ পরিবেশ তৈরি হয় অ্যাটর্নি জেনারেলের বাড়িকে ঘিরে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে মিন্টু রোডস্থ সরকারি বাসভবনে তার মরদেহ নিয়ে আসা হয়।

প্রতিদিন কাজ শেষে বাসায় ফিরলেও আজ শেষবারের মত তিনি নিজ আবাসস্থলে ফিরেছেন তবে লাশবাহী গাড়িতে করে।এ সময় তার বাস ভবনে আত্মীয় স্বজনসহ প্রতিবেশীরা ভিড় করেন।

এদিকে সকাল থেকেই অ্যাটর্নি জেনারেলের বাসার চারদিকে নিরাপত্তা জোড়দার করা হয়েছে। তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে হাজির হয়েছেন তার আত্বীয়-স্বজন, সুপ্রিম কোর্টের বিচারপতি সহ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা।

এখান থেকে মরদেহটি জানাযার উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা অনুষ্ঠিত হবে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সম্পর্কে স্মৃতিচারণ করে মৎস ও পশু সম্পদ মন্ত্রণালয় মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেন, ‘কোর্ট থেকে বেরিয়েই তিনি অপরপক্ষকে বন্ধুসুলভ আচরণ করতেন। তার মৃত্যু আইন ও বিচার বিভাগের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’

এদিকে সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারকার্য পরিচালিত হবে না।

সোমবার আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন একথা বলেন।

সকালে প্রথমেই বেঞ্চে বসে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা ব্যথিত।অ্যাটর্নি জেনারেলের সম্মানে আজকে সুপ্রিম কোর্ট বসছেন না।’

বিজ্ঞাপন

এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অন্যান্য আইনজীবীরা।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মাহবুবে আলমের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর