Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বান্ধবী’র পাহারায় ধর্ষণের শিকার তরুণী


২৮ সেপ্টেম্বর ২০২০ ১০:২৫ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ১৩:১৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কথিত বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় ওই বান্ধবী পাহারা দিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বান্ধবী ও তার স্বামীকে আটক করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে নগরীর ডবলমুরিং থানার এক নম্বর সুপারিওয়ালা পাড়ায় জনৈক চান্দু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটেছে। আটক দু’জন হলেন— নুরী আক্তার (২০) ও তার স্বামী মো. অন্তর (২২)।

বিজ্ঞাপন

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম সারাবাংলাকে জানান, এলাকায় বিভিন্নভাবে ক্ষমতাবান চান্দু মিয়ার চার তলা বাড়িতে ভাড়া থাকেন নুরী ও তার স্বামী। নুরী বিভিন্ন সময় চান্দুকে অসামাজিক কাজে সহযোগিতা করে আসছিলেন বলে জানতে পেরেছি।

ধর্ষণের শিকার তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। সপ্তাহখানেক আগে ফেনী থেকে তিনি নগরীর আগ্রাবাদে সিডিএ আবাসিক এলাকায় চাচার বাসায় বেড়াতে আসেন। তার চাচাত বোনের বান্ধবী গ্রেফতার হওয়া নুরী। সেই সুবাদে নুরীর সঙ্গেও ওই তরুণীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়।

পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘রোববার সন্ধ্যায় নুরী ওই তরুণীকে তার বাসায় বেড়াতে নিয়ে যায়। রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০ টার মধ্যে নুরী কৌশলে তাকে চান্দুর বাসায় পৌঁছে দেয়। বাসার ভেতরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। বাইরে থেকে দরজা বন্ধ করে পাহারায় ছিল নুরী। চান্দু মেয়েটিকে ধর্ষণ করে।’

ঘটনার পর নুরী ওই তরুণীকে তার চাচার বাসায় পৌঁছে দেয়। কিন্তু বিধ্বস্ত অবস্থা দেখে তরুণীকে বাসার লোকজন জিজ্ঞাসা করলে তিনি সবকিছু খুলে বলেন। তখন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে ডবলমুরিং থানায় খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

এসআই নুরুল ইসলাম আরও জানান, খবর পেয়ে বন্দর এলাকায় অভিযান চালিয়ে নুরীকে আটক করা হয়। নুরীর কাছে মোবাইল নিতে এসে আটক হন স্বামী অন্তর। চার দিন আগে তাদের বিয়ে হয়। তবে অন্তর ঘটনার বিষয়ে কিছুই জানে না বলে পুলিশের কাছে দাবি করেছে।

মূল অভিযুক্ত পলাতক চান্দুকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন এসআই নুরুল ইসলাম।

ধর্ষণ ধর্ষণের শিকার বান্ধবীর পাহারা