Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরনো দফতরেই থাকতে হচ্ছে পদোন্নতি পাওয়া ৮৪ জন অতিরিক্ত সচিবকে


২৭ সেপ্টেম্বর ২০২০ ২২:০৭ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ০০:২১

ঢাকা: স্থায়ী পদ না থাকায় সদ্য পদোন্নতি পাওয়া ৮৪ জন অতিরিক্ত সচিবকে পুরনো দফতরেই থাকতে হচ্ছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) তাদের আগের দফতরে পদায়ন করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দীন, একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তারকেও আগের পদেই নিয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ৯৮ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়। পদোন্নতির পর এদের জন প্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিলো। নিয়ম অনুযায়ী এসব কর্মকর্তা অতিরিক্ত সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেন। এরপর তাদের পদায়ন করে আদেশ জারি করা হয়।

উল্লেখ্য, ১৩০টি অতিরিক্ত সচিব পদের বিপরীতে বর্তমানে ৬১১ জন কর্মরত রয়েছেন। যে কারণে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের আগের দফতরেই থাকতে হচ্ছে।

আদেশ জারি পদোন্নতি পুরনো দফতর স্থায়ী পদ