অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে বস্ত্র ও পাটমন্ত্রীর শোক
২৭ সেপ্টেম্বর ২০২০ ২১:০৬ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ০০:০৬
ঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। রোববার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় পাটমন্ত্রী মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি।
গোলাম দস্তগীর গাজী ব্যক্তিগতভাবে এবং নারায়ণগঞ্জ জেলার জনগণের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই
উল্লেখ্য, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর হার্ট অ্যাটাক হয়েছিল অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের। পরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।