Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছাত্রলীগের অত্যাচার-নির্যাতন হানাদার বাহিনীকেও হার মানিয়েছে’


২৭ সেপ্টেম্বর ২০২০ ২০:১১

চট্টগ্রাম ব্যুরো: দেশে ছাত্রলীগের অত্যাচার-নির্যাতন ও ধর্ষণ একাত্তরের হানাদার বাহিনীকে হার মানিয়েছে বলে মনে করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘দেশে একের পর এক মা-বোন ধর্ষিত হচ্ছেন। ক্ষমতার অপব্যবহার করে ছাত্রলীগ আজ বেপরোয়া হয়ে উঠেছে। তাদের অত্যাচার-নির্যাতন ও ধর্ষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে, একাত্তরের হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। প্রশাসনের আশ্রয়-প্রশ্রয়ে সারাদেশে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসে মেতে উঠেছে।’

বিজ্ঞাপন

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের প্রতিবাদে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নগর বিএনপি আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শাহাদাত এসব কথা বলেছেন। নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়েছে।

ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের শাস্তির দাবি জানিয়ে শাহাদাত বলেন, ‘দোষ করার আগে সবাই ছাত্রলীগ থাকে। দোষ করার পর হয়ে যায় বিএনপি। দেশে গণতন্ত্র, আইনের শাসন নেই। বিচারহীনতার সংস্কৃতির কারণেই সরকার দলীয় সন্ত্রাসী আজ বেপরোয়া হয়ে উঠেছে।’

সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ‘ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের মতো বর্বরোচিত ঘটনা অতীতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঘটেনি। এমন নৃশংসতা কোনো শুভবোধসম্পন্ন মানুষ মেনে নিতে পারে না। কিন্তু সারাদেশেই এমন ঘটনা ঘটছে। সরকারি দলের নেতাকর্মীদের অপরাধকে কোনোভাবেই আইনের আওতায় আনা হচ্ছে না। যতদিন দেশে গণতন্ত্র ফিরবে না, ততদিন এই ধরনের জঘন্য ঘটনা ঘটতেই থাকবে। প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে, দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা।’

এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সহসভাপতি মোহাম্মদ মিয়া ভোলা, মোহাম্মদ আলী, নাজিমুর রহমান, শফিকুর রহমান, মাহবুবুল আলম, এস এম আবুল ফয়েজ, যুগ্ম সম্পাদক শাহ আলম, ইসকান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মণি।

ছাত্রলীগ

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর