Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সোয়া লাখ ইয়াবার চালান জব্দ, গ্রেফতার ১


২৭ সেপ্টেম্বর ২০২০ ২০:০১

চট্টগ্রাম ব্যুরো: মিয়ানমার থেকে আসা সোয়া এক লাখ ইয়াবার একটি চালান জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। একইসঙ্গে ইয়াবা চোরাচালানে অভিযুক্ত এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা পূর্ব ঘাটকূল এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

বিজ্ঞাপন

গ্রেফতার মনোয়ারুল ইসলাম (৪০) আনোয়ারা উপজেলার গহিরা পূর্ব ঘাটকূল এলাকার আব্দুল মান্নানের ছেলে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মনোয়ারুলের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবার চালানটি চট্টগ্রামে নিয়ে আসে মনোয়ারুলসহ কয়েকজন চোরাচালানি। আনোয়ারার গহিরা ঘাটে খালাসের পর সেগুলো মনোয়ারুলের বাড়িতে রাখা হয়।’

একই চোরাচালানিদের আনা ১ লাখ ৬৫ হাজার ১৩০ পিস ইয়াবার একটি চালান গত ১৪ সেপ্টেম্বর আনোয়ারা থেকে উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

ইয়াবা চোরাচালান গ্রেফতার মিয়ানমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর