Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরমাণু যুদ্ধে কেউ বিজয়ী হয় না: গুতেরেস


২৭ সেপ্টেম্বর ২০২০ ১৬:৩৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ০০:০৬

আন্তোনিও গুতেরেস, ফাইল ছবি

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, পরমাণু যুদ্ধে কেউ বিজয়ী হয় না। তাই এ লড়াই থেকে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোকে বের করে আনতে হবে। খবর এএফপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পারমাণবিক নিরস্ত্রীকরণের আন্তর্জাতিক দিবসের বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, পরমাণু অস্ত্র ব্যবহার হলে বিশ্বের সকল দেশ ক্ষতিগ্রস্ত হবে। এর অর্থ এই যে, পুনরায় এই প্রাণঘাতি অস্ত্র ব্যবহার না হয়, তা নিশ্চিত করার জন্য সকল দেশের অস্ত্রাগার থেকে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে।

বিজ্ঞাপন

পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমাতে পারমাণবিক ক্ষমতাধর দেশগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে প্রকৃত প্রচেষ্টা বাড়াতে হবে। আন্তরিকতা বিশ্বাসের সঙ্গে সংলাপে আসতে হবে।

জাতিসংঘ প্রধান আরও বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণে ক্ষমতাধর দেশগুলো যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়নের জন্য তাদের পদক্ষেপ নেওয়া উচিত।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর পরমাণবিক নিরস্ত্রীকরণে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) উচ্চ পর্যায়ের বৈঠকে ৬৮-৩২ ভোটে এই দিনটিকে আন্তর্জাতিক পারমাণবিক নিরস্ত্রীকরণ দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) টপ নিউজ পারমাণবিক নিরস্ত্রীকরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর