Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে লুব-রেফ বাংলাদেশ


২৬ সেপ্টেম্বর ২০২০ ২৩:৪১

ঢাকা: লুব্রিকেন্টস শিল্পে স্বনির্ভরতা অর্জন করে বিদেশে রফতানি করার লক্ষ্যে উৎপাদন সক্ষমতা বাড়াতে চায় লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। এরই মধ্যে ‘বিএনও’ ব্র্যান্ড বাজারজাতকারী কোম্পানিটি ৪০০ কোটি টাকার বিনিয়োগে বেইজ অয়েল রিফাইনারি প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রামে বিসিক শিল্প নগরীতে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের কারখানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ইউসুফ এসব কথা বলেন। এসময় লুব-রেফের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ মফিজুর রহমানসহ কোম্পানির ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ ইউসুফ বলেন, পেট্রোকেমিক্যাল ও লুব্রিক্যান্ট শিল্পে আমাদের চার দশকের অভিজ্ঞতা রয়েছে। স্থানীয় প্ল্যান্টে বিশ্বমানের লুব্রিক্যান্টস প্রস্তুত করে এরই মধ্যে বাজারের আস্থা অর্জন করেছে লুব-রেফের ব্র্যান্ড ’বিএনও’। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে লুব্রিকেন্টসের বিপুল সম্ভাবনা দেখা দেওয়ায় কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২০২৫ সালের মধ্যে লুব্রিকেন্টস বাজারের ২০ শতাংশ স্থান দখল করার লক্ষ্যে আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে লুব-রেফ।

তিনি বলেন, এই খাতের বিপুল চাহিদার কথা বিবেচনা করে প্রায় ১৫০০ কোটি টাকা বিনিয়োগ করে কর্ণফুলি নদীর তীরে একটি ইন্ড্রাস্ট্রিয়াল থিম পার্ক প্রতিষ্ঠা করা হচ্ছে। এই পার্কের মাধ্যমে দেশের সর্বপ্রথম বেইজ অয়েল রিফাইনারি ও বিশেষায়িত বিটুমিন প্ল্যান্ট ও এক লাখ টনের একটি ট্যাংক টার্মিনাল প্রস্তুতের উদ্যেগ নেওয়া হয়েছে। এসব প্রকল্পের পুঁজি সংগ্রহের লক্ষ্যে পুঁজিবাজার থেকে কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার থেকে অর্ধ সংগ্রহ করতে এরই মধ্যে বিন্ডিংয়ের জন্য অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুঁজিবাজার থেকে সংগৃহীত টাকায় নতুন যন্ত্রপাতি কেনা, ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

বিজ্ঞাপন

মোহাম্মদ ইউসুফ বলেন, সম্প্রতি ফিনল্যান্ডের একটি কোম্পানির সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ন্যানো-টেকনোলজি সমৃদ্ধ লুব্রিকেটিং অয়েল সামগ্রী উৎপাদন ও বিপণণ শুরু করেছে। তাছাড়া দেশের বৈদ্যুতিক খাতে অত্যন্ত আমদানি নির্ভর ট্রান্সফরমার অয়েল প্রস্তুত ও সেনট্রিফিউজিংয়ের মাধ্যমে প্রচুর বৈদশিক মুদ্রা সাশ্রয় করছে।

লুব-রেফের সিএফও মোহাম্মদ মফিজুর রহমান বলেন, পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থ দিয়ে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কোম্পানির লুব্রিকেন্ট উৎপাদন সক্ষমতা ও বিক্রি বাড়বে। এর ফলে লুব্রিকেন্ট তেল আমদানি-নির্ভরতা কমবে এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এতে দেশের শিক্ষিত ও প্রযুক্তিনির্ভর বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান বাড়বে।

উল্লেখ্য, চট্টগ্রামের বিসিক শিল্প এলাকায় প্রায় এক একর জমির ওপর প্রতিষ্ঠিত লুব-রেফের কারখানায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের লুব্রিকেন্টস উৎপাদনে কাজ করছে রসায়নবিদ ও প্রকৌশলীসহ ২৫০ জনেরও বেশি জনবল। পাশাপাশি কর্ণফুলী নদীর তীরে প্রতিষ্ঠিতব্য ‘থিম পার্কে’র নতুন প্রকল্পগুলোর নির্ধারিত ৩০ একর জমি নিয়েছে কোম্পানিটি।

লুব-রেফের ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩১ টাকা ৯৩ পয়সা ও শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) ২৫ টাকা ৯৬ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি  আয় (ইপিএস) ২ টাকা ৮ পয়সা।

আইপিও উৎপাদন সক্ষমতা পুঁজিবাজার ব্যবসা সম্প্রসারণ লুব-রেফ লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড লুব-রেফ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর