Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডোপ টেস্টে ২৬ পুলিশ মাদক পজিটিভ, চলছে চাকরিচ্যুতির প্রক্রিয়া’


২৬ সেপ্টেম্বর ২০২০ ২১:৫৮ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ ০৩:০৭

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম [ফাইল ছবি]

ঢাকা: ডোপ টেস্টের পর ঢাকা মহানগর পুলিশের ২৬ জন সদস্যের মাদক পজিটিভ ধরা পড়েছে। ওই ২৬ জনের চাকরিচ্যুত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘মাদকের বিষয়ে আমরা সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করিয়েছি। এর মধ্যে ২৬ সদস্যের পজিটিভ পেয়েছি। সেই ২৬ জনকে চাকুরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট বার্তা যাবে যে, আমরা কাউকে ছাড় দিচ্ছি না।’

বিজ্ঞাপন

মাদকের সঙ্গে জড়িতদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা মহানগর পুলিশের এই উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছে এবং এই পথ থেকে ফিরে এসেছে। আর যেসব পুলিশ সদস্য পথ থেকে সরে না এসে মাদকের সঙ্গে সম্পৃক্ত আছে বা মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করছে, সরাসরি তাদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেফতার করা হচ্ছে।’

এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখানো হচ্ছে না দাবি করে তিনি বলেন, ‘একজন সাধারণ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে ঠিক সেভাবেই মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) কে এম হাফিজ আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

২৬ জন চাকুরিচ্যুতি টপ নিউজ ডোপ টেস্ট পুলিশ প্রক্রিয়া মাদক পজিটিভ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর