Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার মধ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অনলাইনে চলছে ক্লাস-পরীক্ষা


২৬ সেপ্টেম্বর ২০২০ ২০:০৩

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে চট্টগ্রামে বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অনলাইনে ক্লাসের পাশাপাশি পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ইউনিভার্সিটির সিন্ডিকেট সভায় এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

সভায় ইউনিভার্সিটির ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বাজেটে গবেষণা খাতে অর্থ বরাদ্দ নিয়ে সন্তোষ প্রকাশ করেন সিন্ডিকেট সদস্যরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিন্ডিকেট সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বোর্ড সদস্য বিপ্লব বড়ুয়া এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব কাজী মনিরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি ড. অনুপম সেন।

সভায় সিন্ডিকেট সদস্যদের জানানো হয়, অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ক্লাস নেওয়া হচ্ছে। সেমিস্টারের মিডটার্ম পরীক্ষাও নেওয়া হচ্ছে অনলাইনে। এমনকি অনলাইনের মাধ্যমে কোনো কোনো বিষয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুরও প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততম সময়ের মধ্যে ইউনিভার্সিটি খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব মেনে তখন ক্লাস-পরীক্ষা হবে। যারা অসুস্থতার কারণে ক্লাসে আসতে পারবে না, তাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা থাকবে। এছাড়া যেসব ল্যাবরেটরি ক্লাস এখনো নেওয়া সম্ভব হয়নি, সেগুলোর বিষয়ে ইউজিসির নির্দেশনা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার একেএম তফজল হক, সমাজবিজ্ঞান ও কলা অনুষদের ডিন ড. মোহীত উল আলম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন ড. তৌফিক সাঈদ এবং ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারি ডিন এম. মঈনুল হক। এছাড়া সিন্ডিকেটের সদস্য সচিব প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমানও সভায় ছিলেন।

করোনা পরীক্ষা প্রিমিয়ার

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর