Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ফের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ


২৬ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৫

নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ফের ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শ‌নিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টায় নারায়ণগঞ্জ স্টেশন থেকে ঢাকাগামী ট্রেনটি ছেড়ে যায়। পরে শহরের উকিলপাড়া এলাকায় ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, পৌনে ১১টায় নারায়ণগঞ্জ স্টেশন ছেড়ে যায় ঢাকাগামী ট্রেনটি। পথে উকিল পাড়া এলাকায় ট্রেনের একটির বগির চাকা লাইনচ্যুত হয়ে পড়লে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত হলেও কোনো হতাহত হয়নি। উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। তারা এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করলে রেল যোগাযোগ আবার শুরু হব।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে ট্রেনের চারটি বগির আটটি চাকা লাইনচ্যুত হলে ১২ ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে যোগাযোগ বন্ধ থাকে। পরে রাতে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ঢাকা-নারায়ণগঞ্জ রেল পথে প্রতিদিন ১৬ জোড়া ট্রেন চলাচল করে।

ঢাকা-নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ স্টেশন রেল যোগাযোগ লাইনচ্যুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর