Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার পতনে ‘প্রশস্ত’ রাজপথেই আন্দোলন করছে বিএনপি: রিজভী


২৬ সেপ্টেম্বর ২০২০ ১৫:০৫

ফাইল ফটো

ঢাকা: সরকার পতনের জন্য ‘প্রশস্ত’ রাজপথেই বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

‘বিএনপি ক্ষমতায় যাওয়ার অলি-গলি খুঁজছে’— আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘বিএনপি অলি-গলি খুঁজবে কেন ? বিএনপি তো সরকার পতনের জন্য প্রশস্ত রাজপথেই আন্দোলন করছে। রাজোচিত জীবন নির্বাহ যাতে ব্যাহত না হয় সেজন্যই ওবায়দুল কাদেররা ষড়যন্ত্র ও চক্রান্তের কানা গলি দিয়ে কখনও বিনা ভোটে, কখনও নিশিরাতের ভোটে ক্ষমতায় আসে। অলি-গলি ওবায়দুল কাদেরদের-ই অবলম্বন করতে হয়। কারণ, তারা ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছে।’

তিনি বলেন, ‘ক্ষমতাসীনদের আশকারায় পৈশাচিক আনন্দে নারী-শিশু নির্যাতনের হিড়িক চলছে, বিচার বিভাগকে করা হয়েছে সরকারের হাতের খেলনা, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে শুধুমাত্র সরকার ও সরকার প্রধানের নিজস্ব বরকন্দজে পরিণত করা হয়েছে।’

‘আওয়ামী লীগ এখন আতঙ্কের নাম’— এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘শান্তিবিনাশী সমাজবিরোধীদের দাপট বৃদ্ধি পেয়েছে। কারণ, এরা সরকারি দলের লোক। এই দুঃশাসনে জনগণের মধ্যে ক্রোধবহ্নি দাউদাউ করে জ্বলছে। অবৈধ শাসনের অবসান ঘটাতে জনগণের প্রতিজ্ঞা কখনোই নিষ্ফল হয়নি। অবৈধভাবে ক্ষমতায় থাকা ওবায়দুল কাদেররা মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে লাফ দিয়ে উঠে আবোল-তাবোল বকতে থাকে। কারণ, আওয়ামী লীগের ঐতিহ্যই হচ্ছে গণতন্ত্র ও জনগণের সঙ্গে প্রতারণা করা। ওবায়দুল কাদের সাহেবের হুংকারসর্বস্ব বক্তব্য যেন অন্ধকার রাতে ভুতের ভয়ে আর্তচিৎকার।’

বিজ্ঞাপন

‘পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে বিএনপির দহরম-মহররম বহু পুরনো’— তথ্যমন্ত্রী হাসান মাহমুদের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘হঠাৎ করে তথ্যমন্ত্রীর এধরনের উদ্ভট বক্তব্য জনগণের মনে ঘোরতর সন্দেহের সৃষ্টি করেছে। মনে হয় তার মন্ত্রিত্ব এখন টালমাটাল অবস্থায় আছে। আওয়ামী মন্ত্রীদের বিচারবুদ্ধি নিয়ে জনগণের মাঝে নানা কথা প্রচলিত আছে। তারা যখন খুব বিচলিত ও বেকায়দায় পড়ে তখনই তারা ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে।’

তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী মন্ত্রীদের কপালে দুঃশ্চিন্তার ভাঁজ পড়েছে। বেশ কিছুদিন ধরে দেশি-বিদেশি গণমাধ্যমে আওয়ামী লীগের মুরুব্বি পরিবর্তন নিয়ে নানা আলোচনা চলছে। সুতরাং সব কুল হারিয়ে সরকার মনে হয় স্বস্তিতে নেই। বর্তমান পরিস্থিতি নিয়ে নানা জল্পনা-কল্পনা এড়াতেই তথ্যমন্ত্রী বিদেশে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছেন। আওয়ামী তথ্যমন্ত্রী হাওয়া থেকে পাওয়া তথ্য দিতেই পারঙ্গম।’

পাবনা-৪ উপনির্বাচন

রিজভী বলেন, ‘নির্বাচনকে ঘিরে কয়েকদিন থেকেই চলছে ধানের শীষের প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের জুলুম নির্যাতন। পাশাপাশি চলছে পুলিশি ধরপাকড়। আজ নির্বাচন চলাকালে বিএনপির কোনো এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকুতে দেওয়া হচ্ছে না। আওয়ামী সন্ত্রাসীরা ভোটকেন্দ্রের বাইরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ভোটারদের ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীরা কেন্দ্রে ঢুকে ভোট দিচ্ছে।’

তিনি বলেন, ‘এর দু’দিন আগে থেকেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার শুরু হয়েছে। আটঘরিয়া ও ঈশ্বরদী থানায় তিনটি করে গায়েবি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় পুলিশি অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের এলাকাছাড়া করা হয়েছে। মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে ঈশ্বরদী থানা বিএনপির যুগ্ম-আহবায়ক কল্লোল, পাকশী ইউনিয়নের বিএনপি নেতা বিপ্লব, সলিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক অহিদুল এবং আব্দুল হাইসহ ১৫/২০ জন নেতাকর্মীকে।’

বিজ্ঞাপন

প্রশস্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সরকার পতন

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর