বালিশ-তোষক কেটে সাড়ে ১৮ হাজার ইয়াবা উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫০
চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ফেরার পথে চট্টগ্রামে দুই তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। তাদের হেফাজতে থাকা বালিশ ও তোষক কেটে এবং ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে র্যাব।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া বাইপাস সড়কে মারসা পরিবহনের একটি বাসে তল্লাশি করে তাদের গ্রেফতারের পাশাপাশি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার দুজন হলেন- সুমা আক্তার (২০) ও ইসমাইল হোসেন সজীব (২১)। তারা ঢাকার মিরপুরের বাসিন্দা।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশির সময় দুই তরুণ-তরুণীর আচরণ সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদে তারা তাদের ব্যাগে ইয়াবা বহনের কথা জানায়। এ সময় ব্যাগের পাশাপাশি বালিশ ও তোষক কেটে ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলে দাবি করে। এর আগেও তারা কক্সবাজার থেকে মাদক কিনে ঢাকায় নিয়ে গিয়েছিল। এবার জব্দ চালানও তারা ঢাকায় নিয়ে যাচ্ছিল।’
গ্রেফতার দুজনের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এএসপি মাশকুর রহমান।