দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, আকাশ থাকবে মেঘলা
২৬ সেপ্টেম্বর ২০২০ ১১:৪৪
ঢাকা: মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘন্টায় দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে দিনভর আকাশ থাকবে মেঘলা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।
তিনি বলেন, রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বর্ষণ হতে পারে। বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের কিছু কিছু এলাকায়।
এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপ দুর্বল হয়ে গেছে। তাই, সমুদ্রবন্দরে কোনো সতর্ক সংকেত নেই। একইভাবে নদীবন্দরগুলোর জন্যও নেই কোনো সতর্ক সংকেত।