Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবে ২ জনের মৃত্যু


২৬ সেপ্টেম্বর ২০২০ ০২:০১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ ০২:১০

নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের দক্ষিণ-পূর্ব এলাকার বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় দুই জেলে মারা গেছেন। রাতে ট্রলারটি ডুবে যাওয়ার পর সকালে তাদের মরদেহ ভেসে উঠেছে। ট্রলারে থাকা আরও ৯ জন জীবিত অবস্থায় অন্য ট্রলারে উঠতে পেরে প্রাণে বেঁচে গেছেন। স্থানীয়রা বলছেন, দূর্যোগপূর্ণ আবহাওয়ায় স্রোতের টানে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিখোঁজ ২ জেলের মরদেহ ভাসানচর এলাকার ভাসানচরের দক্ষিণ পূর্ব এলাকার বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চর ঈশ্বর বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির ট্রলারটি ১১ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার রাতে ভাসানচরের দক্ষিণ-পূর্ব এলাকার বঙ্গোপসাগরে সেটি ডুবে গিয়েছিল। শুক্রবার যে ২ জেলের লাশ ভেসে উঠেছে তারা হলেন— উপজেলার চর কিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর কৈলাশ গ্রামের মো. উল্যা’র ছেলে মো. ইনসাফ (১৬) ও চর ঈশ্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ফারুখের ছেলে মো. রাজিব (১৪)।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, দূর্যোগপূর্ণ আবহাওয়ায় মধ্যে দমকা হাওয়া বয়ে যাওয়ায় স্রোতের টানে ট্রলারটি উল্টে গিয়েছিল। এসময় ট্রলারে থাকা ৯ মাঝিমাল্লা সাঁতরে কাছাকাছি থাকা মাছ ধরতে যাওয়া অন্য ট্রলারে উঠতে পারেন। তবে দু’জন সেটি পারেননি। জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের পায়নি। এক পর্যায়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরে তাদের মরদেহ ভেসে ওঠে। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি জানান, নৌপুলিশের সহায়তায় দুই জেলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্রলারডুবি দুর্যোগপূর্ণ আবহাওয়া বঙ্গোপসাগর ভাসানচর মাছ ধরার ট্রলার হাতিয়া

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর