Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন


২৫ সেপ্টেম্বর ২০২০ ২২:৪৮

ঠাকুরগাঁও: জেলায় গত ৭ দিনের লাগাতার বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন মধ্যবিত্তসহ সাধারণ খেটে খাওয়া মানুষ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছুটির দিনে সকাল ও দুপুরেও জনসমাগম চোখে পড়েনি। ডুবে গেছে বড়মাঠের সবজি বাজার, পথ-ঘাট, নিম্নাঞ্চলের বাড়িঘর।

গত শনিবার থেকে শুক্রবার পর্যন্ত চলমান বৃষ্টিপাতের কারণে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পাড়ছে না।

ঠাকুরগাঁও শহরের মাদরাসাপাড়া মহল্লার বেলাল হোসেন বলেন, ‘খোলা আকাশের নিচে পানের দোকান করি। কিন্তু কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির কারণে দোকান খুলতে পারছি না। এমন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে আছি।’

আদর্শকোলনী বিহারী পাড়া এলাকার মখলেছার রহমান বলেন, ‘ইটের ভাটায় কাজ করি, কিন্তু বৃষ্টির কারণে কাজে যেতে পারছি না। বাড়িতে চাল-ডাল নেই, মহাজনের কাছে আগাম টাকা নিয়ে খেতে হবে।’

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আফতাব হোসেন বলেন, লাগাতার বৃষ্টিতে ক্ষতি হয়েছে সবজির। নিচু এলাকার ধানক্ষেত ডুবে গেছে, মাটিতে শুয়ে পড়েছে আখ ক্ষেত। এতে কৃষকের ক্ষতি ছাড়াও জেলার একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগার মিলের উৎপাদন বিপর্যয়ের আশংকা করা হচ্ছে।

জনজীবন বিপর্যস্ত বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর