Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নমুনা পরীক্ষা, শনাক্ত, মৃত্যু— সবই কমেছে ২৪ ঘণ্টায়


২৫ সেপ্টেম্বর ২০২০ ১৬:০৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২০ ২১:১০

আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কমেছে ৪২৭টি। একইসঙ্গে কমেছে করোনায় আক্রান্ত নতুন ব্যক্তি শনাক্তের সংখ্যা এবং করোনায় মৃত্যুর সংখ্যাও। আগের দিন নতুন করে ১ হাজার ৫৪০ জন শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ১ হাজার ৩৮৩। আর আগের দিনের ২৮ জনের মৃত্যুর বিপরীতে এদিন করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুর সংখ্যা ২১। এছাড়া নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও গত ২৪ ঘণ্টায় ছিল আগের দিনের চেয়ে কম।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন। এর মধ্যে মারা গেলেন ৫ হাজার ৯৩ জন। আর করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ২৪ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের পরীক্ষা হয়েছে মোট ১০৩টি ল্যাবে। এসব ল্যাবে মোট নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৫৯৩টি। একই সময়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৪৭৩টি। এ নিয়ে দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হলো মোট ১৮ লাখ ৮৮ হাজার ১০টি।

গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে ১ হাজার ৩৮৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলেন ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ০৯ শতাংশ, আগের দিন ছিল ১১ দশমিক ৯৪ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হারও আরেকটু কমেছে। আগের দিন তা ১৮ দশমিক ৯৫ শতাংশ থাকলেও এদিন এই হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯০ শতাংশে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৩২ জন। আগের দিন এই সংখ্যা ছিল ২ হাজার ১৩৯ জন। সব মিলিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ২ লাখ ৬৭ হাজার ২৪ জন সুস্থ হয়ে উঠলেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার খানিকটা বেড়ে হয়েছে ৭৪ দশমিক ৮৫ শতাংশ।

এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যে ২১ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১৪ জন, বাকি সাত জন নারী। এই ২১ জনের সবাই হাসপাতালে মারা গেছেন। এখন পর্যন্ত করোনা মৃত্যুবরণ করা মোট মানুষের মধ্যে ৩ হাজার ৯৪৯ জন পুরুষ, এক হাজার ১৪৪ জন নারী। শতাংশের হারে মৃতদের মধ্যে পুরুষ ৭৭ দশমিক ৫৪ শতাংশ, নারী ২২ দশমিক ৪৬ শতাংশ।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের তথ্য বিশ্লেষণ করে আরও দেখা যায়, যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে ষাটোর্ধ্ব ১০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী চার জন এবং ৪১ থেকে ৫০ বছর বয়সী সাত জন। আবার ২১ জনের মধ্যে ১৬ জন ঢাকা বিভাগ, দুই জন চট্টগ্রাম বিভাগ এবং একজন করে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের অধিবাসী।

করোনা সংক্রমণ করোনাভাইরাস করোনায় আক্রান্ত করোনায় মৃত্যু কোভিড-১৯ নমুনা পরীক্ষা মৃত্যুর হার সুস্থতার তার