Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১ চিকিৎসক


২৫ সেপ্টেম্বর ২০২০ ০৮:৫৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২০ ০৯:৪৪

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮১ জন চিকিৎসক মারা গেছেন। করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছেন সাত জন। এখন পর্যন্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯৫ জন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত দুই হাজার ৭৮৫ জন চিকিৎসক, এক হাজার ৯৫৪ জন নার্স এবং তিন হাজার ২৫৬ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের বেশিরভাগ সুস্থ হয়ে আবারও কাজে যোগও দিয়েছেন।

এর আগে, গত ১৫ এপ্রিল দেশে প্রথম চিকিৎসক হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমদ।

৮২ চিকিৎসকের মৃত্যু করোনাভাইরাস করোনায় আক্রান্ত করোনায় মৃত্যু বিএমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর