Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ২


২৪ সেপ্টেম্বর ২০২০ ২২:৪৬

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় ষষ্ঠ শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বহেরাতলা পিরোজপুর বাসস্ট্যান্ড থেকে অভিযুক্ত নাঈম শরীফকে (২১) গ্রেফতার করে থানা পুলিশ।

গত বুধবার ওই মাদরাসা ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় ওই মামলাটি দায়ের করেন। মামলায় ধর্ষক নাঈম শরীফ (২১), তার বড় ভাই মো. মহারাজ শরীফ (২৮) ও মা তহমিনা বেগমকে (৫০) আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, ধর্ষক নাঈম এর বড় ভাই অভিযুক্ত মহারাজ শরীফকে বুধবার রাতে গ্রেফতার করে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ হয়েছে। ধর্ষিতা মাদরাসা ছাত্রী ও ধর্ষক মো. নাঈম শরীফ সম্পর্কে আপন খালাতো ভাই-বোন বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক জানান, এ ব্যাপারে ওই মাদরাসা ছাত্রীর বাবা বাদি হয়ে বুধবার রাতে থানায় মামলা করেছে। এ মামলায় অভিযুক্ত মহারাজকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। আর ধর্ষক নাঈমকেও বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ধর্ষণের অভিযোগ মঠবাড়িয়া মাদরাসা ছাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর