Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী


২৪ সেপ্টেম্বর ২০২০ ২২:৩০

মেহেরপুর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন অবস্থায় থাকবে না। যার জমি আছে, ঘর নেই সেই প্রকল্পের আওতায় দেশের সব নাগরিক ঘর পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে এ ব্যাপারে। বড় অংকের অর্থ বাজেট করা হচ্ছে, আগামীতে গৃহহীনদের খুঁজে বের করে গৃহ করে দেবে সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে দুর্যোগসহনীয় বাসগৃহ সুবিধাভোগী প্রাপ্তদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিশ্ব মহামারির সময়েও অর্থনৈতিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তাই বাংলাদেশকে বিশ্বের অনেক অনেক বড় বড় রাষ্ট্র অনুসরণ করছে।’

মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে পুলিশ সুপার এসএম মুরাদ আলী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম শাহিনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

গৃহহীন নাগরিক ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর