Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী বছরই পদ্মাসেতুতে সড়ক ও রেল চলাচল শুরু: রেলমন্ত্রী


২৪ সেপ্টেম্বর ২০২০ ২০:২৮

ফরিদপুর: পদ্মাসেতুতে সড়ক পরিবহন ও রেলযোগাযোগ একইসাথে চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে এই যান চলাচল শুরু হওয়ার সম্ভব্য তারিখ রয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়রের বামনকান্দা এলাকায় পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পের কাজ পরিদর্শনে করেন রেলমন্ত্রী। এসময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, ২০২১ সালের মধ্যে ভাঙ্গা পর্যন্ত ও ২০২৪ সালের মধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেল যোগাযোগের কাজ শেষ হবে।

এর আগে, রেলমন্ত্রী ভাঙ্গা রেলস্টেশনে এসে পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা শেষে পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ জানুয়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল চলাচলের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যান চলাচল রেল যোগাযোগ সড়ক পরিবহন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর