Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রহস্যঘেরা: রিজভী


২৪ সেপ্টেম্বর ২০২০ ১২:৫৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ১৪:২৮

ফাইল ছবি

ঢাকা: করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রহস্যঘেরা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

‘করোনার দ্বিতীয় ঢেউ আসছে, প্রস্তুতি নিন’ এবং ‘করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় দফা সংক্রমণ চলছে’— প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকের তাদের (প্রধানমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রী) এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।’

বিশেষজ্ঞ চিকিৎসকদের রেফারেন্স দিয়ে রিজভী বলেন, ‘করোনার দ্বিতীয় দফা সংক্রমণ বা সেকেন্ড ওয়েভ এসেছে বলতে হলে কমপক্ষে ১৫ দিনের ডাটা থাকবে, যেখানে গত ১৫ দিন ধরে করোনা সংক্রমণ বাড়ছে এমন তথ্য নির্দেশ করবে। কিন্তু বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর দৈনিক করোনার যে তথ্য দিচ্ছে তাতে দেখা যাচ্ছে যে, বাংলাদেশে করোনা সংক্রমণ কমছে।’

ভাইরোলজিস্টদের রেফারেন্স দিয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের তথ্য থেকে বোঝা যায় বাংলাদেশে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ এখনো শুরু হয়নি। করোনার দ্বিতীয় দফা সংক্রমণ যে আসবেই, ধরাবাঁধা এমন কোনো কিছু নেই। মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর নির্ভর করবে দ্বিতীয় দফা সংক্রমণ বা সেকেন্ড ওয়েভ আসবে কি না।’

রিজভী বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, বাংলাদেশে বুধবার (২৩ সেপ্টেম্বর) করোনা সন্দেহে পরীক্ষিত মোট নমুনার ১১.৭৭ শতাংশ করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরীক্ষিত মোট নমুনার ১০.৯৯ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। আর সোমবার (২১ সেপ্টেম্বর) মোট নমুনার ১৩.৬ শতাংশ করোনা আক্রান্ত ছিল।’

বিজ্ঞাপন

‘মেডিসিন বিশেষজ্ঞ, এপিডেমিওলজিস্ট অথবা ভাইরোলজিস্টরা হিসাব মেলাতে পারছেন না যে, বাংলাদেশে গত ১ থেকে ২ সপ্তাহ করোনা সংক্রমণের হার কম-বেশি ১২ শতাংশের মতো সেখানে মন্ত্রী কিসের ভিত্তিতে বলছেন যে করোনার দ্বিতীয় ওয়েভ চলছে’— বলেন রুহুল কবির রিজভী।

বিশিষ্ট ভাইরোলজিস্ট বিএসএমএমইউর সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, ‘যে তথ্য আছে তাতে দেখা যাচ্ছে করোনা সংক্রমণ কমছে। সংক্রমণ যেখানে কমছে সেখানে করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে, তা স্বাস্থ্যমন্ত্রী কিভাবে বলছেন, তা আমার বুঝে আসছে না। সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে তা বলতে হলে মোট সংক্রমণ বাড়তে হবে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘করোনার দ্বিতীয় ওয়েব নিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের হঠাৎ করে বক্তব্য রহস্য ঘেরা। সরকারি তথ্যমতেও তো আমরা দেখছি প্রতিদিন করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমছে। করোনা টেস্ট অর্ধেকে নামিয়ে দিয়েছে সরকার। অফিস-আদালতসহ সব কিছু খুলে দেওয়া হয়েছে। এমন অবস্থায় সরকারের বক্তব্য শুনে মনে হচ্ছে— কোথাও কিছু ঘটেছে। সরকার জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে ফেরাতে চায়। দেশজুড়ে বড় কিছু ঘটনা আড়াল করতেই করোনা ধেয়ে আসার জিগির তোলা হচ্ছে।’

‘পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে, রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই’— প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার স্বীকার করে নিলেন জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতের ভোটের কথা। তার নেতৃত্বেই জাতির চরম সর্বনাশ হয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দেশ থেকে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। গণতন্ত্রের সমাধি হয়েছে। সেটার সম্পূর্ণ দায় সিইসির।

বিজ্ঞাপন

সিইসির উদ্দেশে তিনি বলেন, ‘অগণতান্ত্রিক নাৎসীবাদী সরকারের প্রধান সঙ্গী আপনি। সরকারের সাথে লেজুড়বৃত্তি করে আপনারা নির্বাচন কমিশনকে এখন এক হাস্যকর তামাশার প্রতিষ্ঠানে পরিণত করেছেন। নির্বাচন কমিশন সরকারের ঢোল-তবলায় পরিণত হয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচন যে আসলে ২৯ তারিখ দিবাগত রাতেই হয়ে গিয়েছিল, সেটি এখন আর কারো কাছে গোপন নেই। দেশ-বিদেশে কোথাও সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। দেশ থেকে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে নির্বাচন কমিশন নামের ঠুঁটো জগন্নাথ প্রতিষ্ঠান এখন কুম্ভকর্ণের ঘুম দিয়েছে।’

করোনা টপ নিউজ রিজভী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর