দোকান ভাড়া নিতে গিয়ে ব্যবসায়ীকে গুলি
২৩ সেপ্টেম্বর ২০২০ ২১:৩০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ২১:৪১
ঢাকা: রাজধানীর খিলগাঁও নাগদারপার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মমিন আলী (৪৯) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মমিন আলী সবুজবাগ মাদারটেক এলাকায় থাকেন। খিলগাঁও নাগদারপাড় এলাকায়ও তার বাড়ি আছে এবং মাছের খামার আছে। সেখানে দুইটি দোকান আছে তার। এগুলো নতুন তৈরি করা হয়েছে।
মমিন আলী জানান, ‘সন্ধ্যার দিকে মাছের খামার এলাকা দেখতে গেলে এক মোটরসাইকেলে দুজন যুবক আমার সামনে এসে দাঁড়ায় এবং জিজ্ঞেস করে দোকান ভাড়া নেবে। তখন তাদেরকে নিয়ে দোকান দেখাতে যাই। কিছু বুঝে উঠার আগে আমাকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি ডান পায়ের উরুতে লাগে। পরে চিৎকার দিলে পালিয়ে যায় তারা। তবে কারা বা কি আমাকে গুলি করেছে তা বুঝতে পারছি না।’
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মমিন আলীর ডান পায়ে একটি গুলি লেগেছে। জরুরী বিভাগে তার চিকিৎসা চলছে।