Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশাসনের উদ্যোগ নেই: নদী ভাঙ্গন ঠেকাতে বস্তা ফেলছে এলাকাবাসী


২৩ সেপ্টেম্বর ২০২০ ২০:৪৯

নেত্রকোনা: নেত্রকোনা দুর্গাপুরে সোমেশ্বরীর নদী তীরবর্তী কামারখালী গ্রামে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের ফলে গ্রামের অন্তত ১৩টি পরিবার অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। বাড়িঘর ও ফসল হারিয়ে তারা এখন সর্বসান্ত। সরকারিভাবে জরুরী কোন ব্যবস্থা না নেয়ায় সেচ্ছাশ্রমের মাধ্যমেই শেষ আশ্রয় রক্ষার যুদ্ধে নেমেছেন এলাকাবাসী। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে বুধবার তিনদিনব্যাপি এলাকার নারী-পুরুষ সকলেই বালু ভর্তি বস্তা ফেলে নদী ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে।

বিজ্ঞাপন

এ নিয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রখর রোদ উপেক্ষা করে কামারখালী গ্রামের শতশত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ নদী ভাঙ্গন ঠেকাতে নিজস্ব অর্থায়নে বস্তা কিনে বালু ভর্তি করে এ কাজে অংশ নিয়েছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চিংআ রিছিল জানান, প্রথম ধাপের ভাঙ্গনে ইতোমধ্যেই কামারখালী গ্রামের ব্যাপক ক্ষতি হয়েছে। বসতি ছেড়ে অনেকেই অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন। ভাঙ্গন রোধে প্রশাসনের তরফ থেকে সহায়তার প্রতিশ্রুতি দেয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা রংচি রেমা বালুর বস্তা ফেলার বিষয়ে বলেন, প্রশাসনের এই বিমাতাসুলভ আচরন দেখে নিরুপায় হয়ে হোস্টেলের টাকা, কেউ বা টিফিনের টাকা বাঁচিয়ে অর্থ দিয়েছে। এখন পর্যন্ত ৪০০ বস্তা বালু ফেলা হয়েছে। প্রশাসনের কাছে নদীর ভাঙ্গন রোধে বাঁধ দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম বলেন, সোমেশ্বরী নদীর ভাঙ্গন ঠেকাতে ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসকসহ পানি উন্নয়ন রোর্ডের কর্তৃপক্ষ বেশ কয়েকবার এলাকা পরিদর্শন করেছেন। এ নিয়ে স্থানীয় বাঁধ নির্মাণের বড় প্রস্তাবনা পাঠানো হয়েছে। বৃষ্টিপাত কমলেই বাঁধ নির্মাণ কাজ শুরু হবে।

নেত্রকোনা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আকতারুজ্জামান বলেন, বিষয়টি আমি জানি। আমি এলাকাটি পরিদর্শনও করেছি। এ নিয়ে স্থানীয় বাঁধ নির্মাণের বড় প্রস্তাবনা ঢাকায় পাঠানো হয়েছে। বৃষ্টিপাত কমলেই বাঁধ নির্মাণ কাজ শুরু হবে।

বিজ্ঞাপন

নদী ভাঙ্গন নেত্রকোনা বালু বস্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর