নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মামুন
২৩ সেপ্টেম্বর ২০২০ ২০:০৯ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ২০:১৫
ঢাকা: নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন।
একইসঙ্গে বর্তমান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনাবাহিনীতে প্রত্যার্পণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বরাস্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আইজি প্রিজন এ কে এম মোস্তফা কামাল পাশা কারা মহাপরিদর্শক ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদোন্নতি ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন মেজর জেনারেল