Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় দেয়াল চাপা পড়ে নির্মাণশ্রমিক ও পথচারীর মৃত্যু


২৩ সেপ্টেম্বর ২০২০ ১৯:৪৮

গাইবান্ধা: গাইবান্ধা শহরে চার লেন প্রকল্পের অধিগ্রহণকৃত জায়গা থেকে বিল্ডিং ভাঙ্গার সময় আজাদ (৫০) নামে এক শ্রমিক ও পথচারী আব্দুল ওয়াহেদ মারা গেছেন। নিহত শ্রমিকের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা রেজিস্ট্রি অফিসের সামনে শাহজাহান নামে এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানের পাকা বিল্ডিং ভাঙ্গার সময় দুপুর ১টার দিকে দেয়াল ও ছাদ ধ্বসে পড়ে। এতে দেয়াল চাপা পড়ে শ্রমিক আজাদ ঘটনাস্থলে মারা যান। এ সময় পথচারী আব্দুল ওহেদ গুরুতর আহত হন। তাকে গাইবান্ধা জেলা হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজ চালায়।

বিজ্ঞাপন

গাইবান্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর