Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি প্রবাসীদের ধৈর্য ধরার আহবান পররাষ্ট্রমন্ত্রীর


২৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৭ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ২২:১৫

ঢাকা: বর্তমান পরিস্থিতিতে সৌদি প্রবাসীদের ধৈর্য ধরার অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকর্মীদের জানান, সৌদি সমস্যা সমাধানের জন্য কাজ চলমান রয়েছে। এরই মধ্যে সৌদি সরকারের কাছে প্রবাসীদের ভিসা এবং ইকামার মেয়াদ আরও তিন মাস বাড়াতে অনুরোধ করা হয়েছে। অতি দ্রুত ভালো ফলাফল পাওয়ার প্রত্যাশা রয়েছে।

এদিকে, কোভিড-১৯-এর চলমান পরিস্থিতিতে অন্য দেশের নাগরিকরা সৌদিতে কাজে যোগ দিতে পারলেও বাংলাদেশের প্রবাসীরা সৌদি যেতে পারছেন না। মূলত বিমানের চলাচলে সৌদি সরকার অনুমতি না দেওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। প্রবাসীরা বলছে যে তারা এই মুহূর্তে সৌদি আরব যেতে না পারলে ভিসার যেমন সমস্যা হবে, তেমনি অর্থনৈতিক ক্ষতিও হবে। এ জন্য রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। এর আগে সোম এবং মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন তারা। ভিসা জটিলতা ও টিকিট নিয়ে প্রবাসীরা অব্যাহত বিক্ষোভ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার (২৩ সেপ্টেম্বর) তার দফতরে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে যেখানে সৌদির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলাপ হয়। তারা এখন যেতে না পারলে চাকরি হারাবে। তাই আমরা সৌদি সরকারের কাছে অনুরোধ করেছি তাদের ভিসা এবং ইকামার মেয়াদ আরও ৩ মাস বাড়াতে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিমান প্রস্তুত আছে, যে মুহূর্তে সৌদি আরব বিমান ল্যান্ড করার অনুমতি দিবে তখনই বিমান মুভ করবে। বিমান জানিয়েছে যে যারা আগে টিকিট কেটেছিলেন তাদেরকে আগে নিয়ে যাবে। সমস্যার সমাধানের জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

‘সৌদি আরক কোাভিড-১৯-এর কারণে অনেক উদ্বিগ্ন এবং আমাদের বাংলাদেশিরা অনেকেই এই রোগে আক্রন্ত এবং মারাও গেছেন। এ জন্য সৌদি এই ব্যাপারে যথেষ্ঠ সজাগ।’ এমন মন্তব্য করে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘প্রবাসী ভাই-বোনদের বলব, আপনারা ধৈর্য ধরুন, ধৈর্যধারন করাই খুবই গুরুত্বপূর্ণ। কেন না সৌদি সরকার কিন্তু অধৈর্য্য পছন্দ করে না অথবা আইন শৃঙ্খলা না মানলে বা এই বিষয়ে জটলা পাকা তারা পছন্দ করে না। সৌদি আরব এগুলো মোটেই বরদাস্ত করে না। শৃঙ্খলাবিরোধী কোনো কাচ সৌদি পছন্দ করে না। আপনারা এখানে যারা বিশৃঙ্খলা করছেন সেগুলো মিডিয়া বা টেলিভিশনের মাধ্যমে সবাই দেখতে পাচ্ছে এবং এগুলো সৌদি সরকারও স্টাডি করছে। আমাদের ভয় হচ্ছে যে সৌদিরা যদি দেখে যে প্রবাসীরা জটলা পাকিয়ে আন্দোলন করছে, তাহলে কিন্তু তারা আন্দলনকারীদের ভিসা বাতিল করে দিবে কিংবা কাজও বাতিল করে দিবে। তারা এই ব্যাপারে খুব শক্ত এবং তারা বাতিল করলে আমাদের কিছু করার থাকবে না। তখন প্রবাসীরাই ক্ষতিগ্রস্ত হবে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তাই প্রবাসীদের উদ্দেশ্যে বলছি যে আপনারা ধৈর্য্য ধরেন।’

করোনা কাজ টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী সৌদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর