Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহেদ ও স্বাস্থ্য অধিদফতরের আমিনুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা


২৩ সেপ্টেম্বর ২০২০ ১৬:২৩

ঢাকা: ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড করোনা হাসপাতালে রূপান্তর এবং করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. মো. আমিনুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো ফরিদ উদ্দিন পাটোয়ারী মামলাটি দায়ের করেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

দুদক সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশন কর্তৃক গঠিত তিন সদস্যের টিমের অনুসন্ধান শেষে কমিশনের অনুমোদনক্রমে এই মামলা করা হয়েছে। মামলায় আসামিরা হলেন- রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ, স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. আমিনুল হাসান, স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক (হাসপাতাল-১) ডা. মো. ইউনুস আলী, স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. শফিউর রহমান ও স্বাস্থ্য অধিদফতরের গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করেছে। লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর, মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং সম্পাদন ও সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে ৩ হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা করেছে। আর অবৈধ পারিতোষিক বাবদ রোগীপ্রতি ৩ হাজার ৫০০ টাকা হিসেবে এক কোটি সাইত্রিশ লাখ ছিয়াশি হাজার পাঁচশত টাকা আত্মসাৎ করেছে।

বিজ্ঞাপন

সেইসঙ্গে রিজেন্ট হাসপাতাল ঢাকার জন্য চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় ও অন্যান্য কর্মকর্তাদের খাবার খরচ বরাদ্দের বিষয়ে এক কোটি ছিয়ানব্বই লাখ বিশ হাজার টাকার মাসিক চাহিদা তুলে ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।

ডা. মো. আমিনুল দুদক মামলা সাহেদ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর