নাসিম হত্যার তদন্ত প্রতিবেদন ১৫ জানুয়ারি
১০ ডিসেম্বর ২০১৭ ১৭:৩৫
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ হত্যায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৫ জানুয়ারি জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম কামরুল হাসান সময় চেয়ে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী নতুন তারিখ নির্ধারণ করেন।
নিহত নাসিমের ছোট ভাই নাবিল আহমেদ জানান, প্রতি সন্ধায় মধ্য বাড্ডা এলাকায় পোস্ট অফিস গলিতে আমাদের বাসার পাশে বিপিএল খেলা নিয়ে জুয়া চলছিল। নাসিম এতে বাধা দেয়। ওই ঘটনার জের ধরে গত ৬ নভেম্বর সকাল ৯টার দিকে বাসার সামনেই নাসিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু হয়।
তিনজনের নাম উল্লেখ করে ৬ নভেম্বর রাতেই মামলা দায়ের করেন নাসিমের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন। মামলায় অজ্ঞাত পরিচয় আরো ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
সারাবাংলা/এআই/এটি