Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুক এজেন্ট এইচটিটিপুলের ভ্যাট পরিশোধ


২৩ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫০

ঢাকা: ফেসবুকের বাংলাদেশ এজেন্ট এইচটিটিপুল এনবিআরের কাছে আগস্ট মাসের প্রাপ্য ৯১ লাখ ৩৯ হাজার টাকার ভ্যাট জমা দিয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি জানান, গত আগস্টে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ফেসবুকের এজেন্ট ৬ কোটি ২৩ লাখ টাকার বিজ্ঞাপন বিক্রি করে। এর বিপরীতে তারা এই ভ্যাট সংগ্রহ করে। এর আগে যথাসময়ে ভ্যাট পরিশোধ না করায় এবং অস্তিত্বহীন হওয়ায় ভ্যাট গোয়েন্দা বিভাগ এইচটিটিপুল’র বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করেছিল। এরপর তারা ৭৭ লাখ ৬২ হাজার টাকার বকেয়া ভ্যাট ও ১ লাখ ৫৫ হাজার টাকার ব্যক্তিগত জরিমানা জমা দেয়।

বিজ্ঞাপন

মইনুল খান জানান, চলতি সেপ্টেম্বরের ১৫ তারিখ ফেসবুকের এজেন্ট রিটার্ন জমা দেওয়ার ডেডলাইনের মধ্যে আগস্ট মাসের এই ভ্যাট পরিশোধ করে। এইচটিটিপুল’র ম্যানেজিং ডিরেক্টর আলজোসা জেংকো ৯১ লাখ ৩৯ হাজার টাকার ভ্যাট পরিশোধের চালানসহ আগস্ট মাসের ভ্যাট রিটার্ন দাখিল করেন।

এইচটিটিপুল এনবিআর টপ নিউজ পরিশোধ ভ্যাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর