Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে থাকে: রিজভী


২৩ সেপ্টেম্বর ২০২০ ১৪:৪৩

ঢাকা: বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে থাকে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মঞ্জুর মোর্শেদ শিপুর স্ত্রী অসুস্থ হাসিনা মোর্শেদ কাকলিকে আর্থিক সহযোগিতা দিতে যুক্তরাজ্য মহিলা দলের পক্ষ থেকে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি সব সময় অসুস্থ, নির্যাতিত, নিপীড়িত, অসহায় ও গরীব মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়। এই করোনাকালে সারাদেশে বিএনপি ত্রাণসহ নানা কার্যক্রম পরিচালনা করছে। বন্যাসহ নানা দুর্যোগে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। বিএনপির নেতা-কর্মীরা নিজস্ব অর্থ দিয়ে সামর্থ্য অনুযায়ী প্রতিনিয়ত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছে।’

তিনি বলেন, ‘বর্তমান মিডনাইট সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশজুড়ে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড চালাচ্ছে। মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদও এমন একটি বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিকার।’

রিজভীর দাবি, ‘হাজার হাজার নেতা-র্কর্মীকে গুম করা হয়েছে, ধরে নিয়ে হত্যা করা হয়েছে, লাখ লাখ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করা হয়েছে।’

তিনি বলেন, ‘যতই নিপিীড়ন চালানো হোক, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা চালানো হোক এ সরকারের শেষ রক্ষা হবে না। এর হিসাব একদিন দিতে হবে।’

অসহায় মানুষ টপ নিউজ বিএনপি রিজভী

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর