Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে জামিন দিয়েছেন হাইকোর্ট


২৩ সেপ্টেম্বর ২০২০ ১৪:২৩

ফাইল ছবি

ঢাকা: রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে এক বছরের জন্য জামিন দেন।

একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

আদালতে আসামিপক্ষে শুনানী করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মোহাম্মদ শিশির মনির। সঙ্গে ছিলেন মো. আসাদ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. গিয়াস উদ্দিন আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. রবিউল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে শহীদ উপাধী দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে দণ্ডবিধির রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করেন এক মুক্তিযোদ্ধা। সে মামলায় ১৪ ডিসেম্বর আবুল আসাদকে তার অফিস থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে কারাবন্দি। আজ হাইকোর্ট তার জামিন আবেদনের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত।

জামিন সংগ্রাম সম্পাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর