প্রবাসী কল্যাণ ভবনের সামনে প্রবাসীদের বিক্ষোভ
২৩ সেপ্টেম্বর ২০২০ ১৪:১২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৩
ঢাকা: রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। এর আগে সোম এবং মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন তারা। ভিসা জটিলতা ও টিকিট নিয়ে প্রবাসীরা অব্যাহত বিক্ষোভ করে যাচ্ছেন।
প্রবাসীদের সঙ্গ কথা বলে জানা যায়, অধিকাংশের ভিসার মেয়াদ শেষ হবে ৩০ সেপ্টেম্বর। অন্যান্য দেশের নাগরিকরা সৌদিতে কাজ শুরু করেছেন। কিন্তু বাংলাদেশের প্রবাসীরা সৌদি যেতে পারছেন না। তারা এই মুহূর্তে সৌদি আরব যেতে না পারলে ভিসার যেমন সমস্যা হবে, তেমনি অর্থনৈতিক ক্ষতিও হবে।
ভোলা থেকে এসেছেন রেদওয়ান। কেন বিক্ষোভ করছেন?- জানতে চাইলে তিনি সারাবাংলাকে বলেন, ‘আমার ভিসার মেয়াদ শেষ হবে ৩০ সেপ্টেম্বর। সৌদিতে আমার সব পড়ে আছে। গত ২০ বছর ধরে সৌদি আছি। কিন্তু এখন সেখানে যাওয়ার টিকিট পাচ্ছি না। সৌদি এয়ারলাইন্স তাদের ইচ্ছা মতো টিকিট বিক্রি করছে। বেশি দামেও আমরা টিকিট পাচ্ছি না। এখন সরকারের হস্তক্ষেপ ছাড়া আমাদের আর কিছুই করার নেই।’
কুমিল্লা থেকে এসে আন্দোলনে যোগ দিয়েছেন হাজী মোবারক। সারাবাংলাকে তিনি বলেন, গত তিনদিন ধরে ঢাকায় আছি। কোন জায়গাতে টিকিট পাচ্ছি না। আমার ভিসার মেয়াদ শেষ ২৭ সেপ্টেম্বর। সৌদি থেকে মালিক বারবার যেতে বলছে, কিন্তু আমি যেতে পারছি না। ভিসার মেয়াদ শেষ হলে সৌদিতে আর যেতে পারব না। তখন পরিবার নিয়ে কিভাবে চলব? বাংলাদেশে আমরা কি করে খাব? আমাদের তো কোনো গতি নেই।’
নরসিংদীর শামীম জমি বিক্রি করে তিন বছর আগে সৌদি গিয়েছেন। ছুটিতে বাড়িতে আসার পর করোনা শুরু হওয়ায় আর যেতে পারেননি। তিনিও পড়েছেন বিপাকে। কোনো টিকিট পাচ্ছেন না। সৌদি এয়ারলাইন্স এক লাখের বেশি টাকায় টিকিট বিক্রি করছে। অথচ তারা যখন আসেন তখন রিটার্ন টিকিট কেটে আসেন। এসব সমস্যার সমাধান কীভাবে হবে তা তারা জানেন না। আক্ষেপের সুরে শামীম বলেন, ‘দেশের জন্য দিন রাত যুদ্ধ করি। রেমিটেন্স পাঠাই। আর আমাদের অবস্থা এই। আমাদের রাস্তায় নামতে হচ্ছে। এর চেয়ে কষ্ট আর কী আর হতে পারে।’
এর আগে গতকাল রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে সৌদি আরব থেকে ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীরা। এরপর বাংলাদেশ বিমানের মতিঝিল অফিস ও পররাষ্ট্র মন্ত্রণালেয়র সামনেও তারা বিক্ষোভ করেন। আর সোমবার সকালেও তাদের সৌদি এয়ারলাইন্সের সামনে বিক্ষোভ করতে দেখা গেছে।
এদিকে সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানকে সৌদি সরকার বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে। আগামী ১ অক্টোবর থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হবে। কিন্তু বাংলাদেশ বিমানকে সৌদিতে বিমান পরিচালনার অনুমতি দিলেও এখন পর্যন্ত ল্যান্ডিংয়ের অনুমতি দেওয়া হয়নি। ফলে বাংলাদেশ বিমান ফ্লাইটের শিডিউল ঘোষণা করতে পারছে না। তবে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রবাসী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বিক্ষোভ সৌদি আরব