Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫৮ দেশ ভ্রমণে মোদির খরচ ৫১৭ কোটি রুপি


২৩ সেপ্টেম্বর ২০২০ ১২:৫৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সাল থেকে ৫৮ দেশ ভ্রমণ করেছেন। তাতে খরচ হয়েছে ৫১৭ কোটি রুপি। খবর এনডিটিভি।

রাজ্যসভায় উত্থাপিত এক প্রশ্নের প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন জানিয়েছেন, মোদি সবচেয়ে বেশি (৫ বার) ভ্রমণ করেছেন রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রে। এছাড়াও সিঙ্গাপুর, জার্মানি, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলংকা ভ্রমণ করেছেন।

এদিকে বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, মোদির বিদেশ সফরে মোট খরচ হয়েছে ৫১৭.৮২ কোটি রুপি। এই সফরগুলোর মধ্যে কিছু ছিল বহুপাক্ষিক আলোচনায় অংশ নিতে আর কিছু ছিল দ্বি পাক্ষিক সম্পর্কন্নোয়ন বিষয়ক।

অন্যদিকে, ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা সংক্রমণের মুখে কোনো দেশ সফর করতে পারেননি নরন্দ্র মোদি। তার সর্বশেষ সফর ছিল ব্রাজিলে (নভেম্বর ২০১৯) ব্রিকস সম্মেলনে যোগ দিতে লাতিন আমেরিকার দেশটিতে গিয়েছিলেন তিনি। একইসময়ে, তিনি থাইল্যান্ড সফরও করেছিলেন।

এর আগে, ২০১৮ সালের ডিসেম্বরে সরকারি সূত্রে জানানো হয়েছিল, মোদির বিদেশ সফর সংক্রান্ত মোট ব্যয় দেড় হাজার কোটি রুপি। সেসময় বলা হয়েছিল, এর মধ্যে বিমান ভাড়া এবং জ্বালানি খরচ অন্তর্ভুক্ত ছিল।

টপ নিউজ নরেন্দ্র মোদি বিদেশ ভ্রমণ রাজ্যসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর